ভারতের আধিপত্য, না পাকিস্তানের প্রতিশোধ?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৩:২৬ পিএম
ভারতের আধিপত্য, না পাকিস্তানের প্রতিশোধ?

ভারত-পাকিস্তান ম্যাচের জন্য বড় আসরের প্রয়োজন হয় না। প্রতিবেশী দুই দলের যেকোনো ম্যাচ মানেই বড় টুর্নামেন্টের অনুভূতি এনে দেয়। এশিয়া কাপের এবারের আসরে আজ দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, সুপার ফোরের খেলায়। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

গ্রুপ পর্বে আসরের প্রথম দেখায় ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। বাবর আজমরা রোহিত শর্মাদের কাছে ৫ উইকেটে আত্মসমর্পণ করে। 

এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দুদলের মুখোমুখি লড়াইয়ে কোন দল জিতবে? যদিও ভারত-পাকিস্তান ম্যাচে আগে থেকেই ফলাফলের ব্যাপারে ধারণা করা কঠিন। ম্যাচের পরিস্থিতি যে কোনো সময় পাল্টে যেতে পারে। 

তবে সাম্প্রতিক ফর্ম আর বড় টুর্নামেন্টের অতীত ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভারতের জয়ের পাল্লাই ভারি। পাকিস্তান এক্ষেত্রে বেশ পিছিয়ে আছে। তবে পাকিস্তানের জন্য সুখবর রবীন্দ্র জাদেজার ইনজুরি। চোটের কারণে এশিয়া কাপের বাকি অংশ থেকে ছিটকে পড়েছেন এই অলরাউন্ডার। প্রথম ম্যাচে পাকদের বিপক্ষে ব্যাটে-বলে সমান পারদর্শিতা দেখিয়েছিলেন তিনি।

এদিকে, পাকিস্তানের জন্যও দুঃসংবাদ আছে। পেসার শাহনেওয়াজ দাহানি সাইড স্ট্রেনের ইনজুরির কারণে ছিটকে পড়েছেন। তার জায়গায় দেখা যেতে পারে হাসান আলী কিংবা মোহাম্মদ হাসনাইনকে।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ভূবনেশ্বর কুমার, আভেশ খান, যুজভেন্দ্র চাহাল ও অর্শ্বদ্বীপ সিং।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফকর জামান, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও  হাসান আলী/মোহাম্মদ হাসনাইনকে।

Link copied!