লিজেন্ডস লিগ থেকে নাম প্রত্যাহার করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। শনিবার (৩ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
দীর্ঘ ১০ বছর পর ইডেন গার্ডেনে ব্যাট হাতে সৌরভ গাঙ্গুলীকে দেখার জন্য মুখিয়ে ছিল কলকাতাবাসী। লিজেন্ডস লিগে ইন্ডিয়ান মহারাজা টিমকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সাবেক এ অধিনায়কের। কিন্তু সব উৎসাহ ম্লান করে দিলেন তিনি নিজেই। ভারতীয় গণমাধ্যমকে গাঙ্গুলী নিজেই এই তথ্য জানান।
১৬ সেপ্টেম্বর ইডেনে চ্যারিটি ম্যাচ দিয়ে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। ওই ম্যাচে ইন্ডিয়া মহারাজা টিমের হয়ে খেলার কথা ছিল বিসিসিআই সভাপতির। সে ম্যাচের প্রতিপক্ষ ছিল বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানের ওয়ার্ল্ড ইলেভেন। আপাতত ম্যাচটি হচ্ছে না। আর নির্ধারিত সময়ে ম্যাচ অনুষ্ঠিত হলেও থাকছেন না সৌরভ।
লিজেন্ডস লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্যাপ্টেন করা হয়েছে বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, হরভজন সিং, ইরফান পাঠানদের। গুজরাট জায়ান্টসকে নেতৃত্ব দেবেন সেওয়াগ। ইন্ডিয়া ক্যাপিটালসের দায়িত্বে রয়েছেন গম্ভীর। পাঠান ও হরভজন যথাক্রমে ভিলওয়ারা কিংস ও মনিপাল টাইগার্স টিমকে নেতৃত্ব দেবেন।





































