• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

অজিদের হোয়াইটওয়াশের মিশন থামিয়ে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২, ১২:৩৯ পিএম
অজিদের হোয়াইটওয়াশের মিশন থামিয়ে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়

টাউন্সভিলে জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিল হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে। কিন্তু অজিদের আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিয়ে জিম্বাবুয়ে ম্যাচ জিতে নেয় ৩ উইকেটে। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের ম্যাচে গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট দখল করে তারা। রায়ান বার্ল মাত্র ৩ ওভারে ৫ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ধরাশায়ী করেন। 

এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে। দলের ঐতিহাসিক জয়ের পাশাপাশি ইতিহাস গড়েছেন লেগ স্পিনার  বার্ল। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ওভার বোলিং করে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন রায়ান বার্লের। 

টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। মাত্র ৯ রানে অধিনায়ক ও ওপেনার অ্যারনের বিদায়ের পরই উইকেট পতনের সূচনা হয়। মাত্র ১ রানের ব্যবধানে স্টিফেন স্মিথ্ও বিদায় হন। মাত্র ৭২ রানে অজিদের ৫ উইকেটের পতন ঘটে। দলের বিপর্যয়ের মধ্যে এক প্রান্ত আগলে ছিলেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার।  তার ব্যাট থেকে আসে অনবদ্য ৯৪ রান। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলের ১৯ রান ছাড়া বাকি কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অস্ট্রেলিয়ার ইনিংস থামে মাত্র ৩১ ওভারে, ১৪১ রানে।

জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের প্রথম উইকেটের পতন ঘটে দলের ৩৮ রানে। ৪৪ রানে দ্বিতীয় ও তৃতীয় উইকেটের পতন ঘটলে খানিকটা চাপের মুখে পড়ে তারা। তবে অধিনায়ক রেজিন চাকাবভার গুরুত্বপূর্ণ মুহূর্তে ৩৭ রান দলের জয়ে অবদান রাখে। ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।  

 

Link copied!