• ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

হংকংকে বড় টার্গেট দিল পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২, ১০:০৫ পিএম
হংকংকে বড় টার্গেট দিল পাকিস্তান

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে বড় টার্গেট দিয়েছে পাকিস্তান। রিজওয়ান-ফখরের ফিফটি আর শেষদিকে খুশদিল শাহর ১৫ বলে ৩৫ রানের ক্যমি ‘র সৌজন্যে এ লক্ষ্য দেয় বাবর আজমরা। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ১৯৩ রান।

শুক্রবার (২ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারটি দুর্দান্তভাবে শেষ করেন হারুন আরশাদ। ৪টি ডট বল দেন তিনি। খরচ করেন মাত্র ২ রান। পরের ওভারে পাকিস্তান তুলে ৫ রান। হংকং অধিনায়ক নিজাকাত খান পরের ওভার করতে ডাকেন এহসান খানকে। তৃতীয় বলেই তুলে নেন বাবর আজমকে।

বাবরে পরে ক্রিজে আসেন ফখর জামান। রিজওয়ানের সঙ্গে জুটি বাঁধলেও ধীর গতির ব্যাটিংয়ের বাইরে যেতে পারেননি তিনি। এতে পাওয়ার প্লে শেষে স্কোর বোর্ডে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪০ রান।

দলীয় ১৪তম ওভার থেকে কিছুটা মেরে খেলতে চেষ্টা করে রিজওয়ান ও ফখর জুটি। দুজনই পান হাফসেঞ্চুরির দেখা। ৪২ বলে অর্ধশত রান পূর্ণ করেন রিজওয়ান। ৪১ বলে ৫৩ রান করে ফখর আউট হন এহসান খানের বলে। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়ের মার। শেষ পর্যন্ত ৭৮ রানে অপরাজিত থাকা রিজওয়ানের ৫৭ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার ও একটি ছয়ের মার। খুশদিল শাহের ব্যাট থেকে ১৫ বলে আসে ৩৫ রান।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, নাসিম শাহ ও শাহনেওয়াজ দাহানি।

হংকং একাদশ: নিজাকাত খান, ইয়াসিম মুর্তাজা, বাবর হায়াত, কিঞ্চিং শাহ, আইজাজ খান, জিশান আলি, স্কট ম্যাককিনি, হারুন আরশাদ, এহসান খান, আয়ুশ শুকলা ও মোহাম্মদ গাজানফার।

খেলা বিভাগের আরো খবর

Link copied!