বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৮৪ রানের লক্ষ্য টপকে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করল শ্রীলঙ্কা। অন্য দিকে রুদ্ধশ্বাস লড়াই শেষে শুধু হারের হতাশা নিয়েই মাঠ ছাড়েনি সাকিব আল হাসানের দল, একই সঙ্গে আসর থেকেও বিদায় নিতে হলো তাদের।
বাংলাদেশের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী খেলে লঙ্কানরা। যদিও ম্যাচে বার বার ফিরে আসার চেষ্টা ছিল টাইগারদের, কিন্তু শেষ রক্ষায় হয়নি। কুশল মেন্ডিসের ৩৭ বলে ৬০ ও অধিনায়ক দাসুন শানাকার ৩৩ বলে ৪৫ রান লঙ্কানদের জয় নিশ্চিত করে ফেলে। মেন্ডিসের ইনিংসটি ছিল ৩ ছক্কা ও ৪ চারে সাজানো। অন্যদিকে লঙ্কান অধিনায়ক মেরেছেন ২টি ছক্কা ও ৩টি চার। আর শেষ দিকে আসিথা ফের্নান্দোর ৩ বলে অপরাজিত ১০* রান লঙ্কাদের মুখে জয়ের হাসি ফোটায়।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন এবাদত হোসেন। তবে রান দেওয়াতে বড় বেহিসেবী ছিলেন এই পেসার। ৪ ওভারে ১২.৮৫ গড়ে ৫১ রান দিয়েছেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ ২টি এবং মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান একটি করে উইকেট নেন।
এর আগে মেহেদী হাসান মিরাজের ৩৮, আফিফ হোসেনের ৩৯ (২২ বলে), মাহমুদউল্লাহর ২৭ ও মোসাদ্দেক হোসেনের অপরাজিত ২৪* (৯ বলে) ভর দিয়ে ১৮৩ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।








































