• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

পাকিস্তানের ব্যাটিংয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২, ০৫:২৭ পিএম
পাকিস্তানের ব্যাটিংয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার

টি-টোয়েন্টিতে পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যাটিং-ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। একই সঙ্গে অধিনায়ক বাবরকে ওপেনিংয়ে না নামতে পরামর্শ দিয়েছেন তিনি।

বাবর কোথায় ব্যাট করবেন, সেই সমাধানও দিয়েছেন শোয়েব। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, “তার তিন নম্বরে নেমে শেষ পর্যন্ত ইনিংস টেনে নেওয়া প্রয়োজন।” যদিও পরিসংখ্যান বলছে, ওপেনার হিসেবেই টি–টোয়েন্টি ক্রিকেটে সফল বাবর। ওপেনার হিসেবে এখন পর্যন্ত ৪৯ ইনিংসে বাবর করেছেন ২০টি ফিফটি ও একটি সেঞ্চুরি। গড় প্রায় ৪৪, স্ট্রাইক রেটও ঠিকঠাক—১৩২.৮৩।

দুই দলের অধিনায়কই ভুল করেছেন এমন ব্যাখ্যায় শোয়েব বলেন, “দুই অধিনায়ক রোহিত ও বাবর ভুল সিদ্ধান্ত নিয়েছে। একজনও সঠিক দল নিয়ে খেলতে নামেনি। ভারত পন্তকে বসিয়ে রাখল এবং আমরা ইফতিখার আহমেদকে ৪ নম্বরের জন্য দলে নিলাম। আমি ইফতিখারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছি না। যাহোক, আমি অনেকবার বলেছি, বাবর আজমের ওপেন করা উচিত নয়।”

অন্যদিকে ভারতের বিপক্ষে রিজওয়ানের ৪২ বলে ৪৩ রানের ইনিংসটি একদম পছন্দ হয়নি সাবেক এ ফাস্ট বোলারের। শোয়েব মনে করেন, তার এমন খেলা দলের জন্য সমস্যা আরও বাড়াবে। এ বিষয়ে তিনি বলেন, “রিজওয়ান যদি বলপ্রতি রান করে ইনিংস এগিয়ে নেয়, তাহলে কাজের কাজ কিছুই হবে না। প্রথম ৬ ওভারের মধ্যেই ১৯টি ডট বল খেলেছে রিজওয়ান। অতএব আপনি যদি এতগুলো ডট বল খেলেন, তাহলে নিশ্চিতভাবেই সমস্যায় পড়তে হবে।”

এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে রোববার পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় ভারত। হার্দিক পান্ডিয়ার পাওয়ার হিটিং আর বোলিং নৈপুণ্যের সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেননি বাবরা আজমরা।

টসে হেরে ব্যাট করতে নেমেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৪৮ তুলতে সমর্থ হয় তারা। স্বল্প পুঁজিতে পাকিস্তানের বোলাররা প্রতিরোধ গড়ে তুললেও শেষ রক্ষা হয়নি। পান্ডিয়া অপরাজিত ১৭ বলে ৩৩* রান করেন। শুধু তা-ই নয়, পান্ডিয়া চার ওভারে ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। অপর দিকে ভুবনেশ্বর কুমার নেন ৪ ওইকেট। এ দুজন মিলেই ধসিয়ে দেন পাকিস্তানকে। যার কারণে মাঝারি সংগ্রহ পায় পাকিস্তান।

গতকালের ম্যাচে উদ্বোধনী জুটিতে মাত্র ১৫ রান তুলতে পারে পাকিস্তান। বাবর আউট হয়েছেন ৯ বলে ১০ রান করে। আরেক ওপেনার রিজওয়ান ৪৩ রান করতে খেলেছেন ৪২ বল, যা চাপ বাড়িয়েছে পরবর্তী ব্যাটসম্যানদের ওপর। সাধারণত বাবর ও রিজওয়ান প্রথমে ধীরগতিতে রান করেন, কিন্তু সেট হওয়ার পরে তা পুষিয়ে নেন। কিন্তু ভারতের বিপক্ষে সেটা হয়ে ওঠেনি।

তাই ভারতের বিপক্ষে হারের দায় যাচ্ছে পাকিস্তানের ব্যাটসম্যানদের। অধিনায়ক বাবরও ম্যাচ শেষে হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ১০ থেকে ১৫ রান কম করায় আক্ষেপ করেছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!