ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেই রুদ্ধশ্বাস মুহূর্তের জন্ম দিল দুই দল। প্রথমে ব্যাট করে ১৪৭ রান তোলে বাবর আজমের দল। এই স্বল্প পুঁজি নিয়েও লড়াই করেছেন পাকিস্তানের বোলাররা। কিন্তু শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার তাণ্ডবে হার মানতে হলো তাদের। টানটান উত্তেজনার ম্যাচটি ৫ উইকেটে জিতে নিয়েছে রোহিত শর্মার ভারত। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের মধুর প্রতিশোধও নিল তারা।
এদিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান রোহিত। ব্যাট করতে নেমে ভুবনেশ্বর কুমারদের তোপের সামনে পড়েন পাকিস্তানী ব্যাটাররা। মোহাম্মদ রিজওয়ান ছাড়া আর কেউ উল্লেখ করার মতো রান করতে পারেননি। রিজওয়ান ৪২ বলে করেন ৪৩ রান। এছাড়া ইফতিকার আহমেদ ২৮ রান করেন। তবে শেষ দিকে শাহনেওয়াজ দাহানির ৬ বলে ১৬ রানের ইনিংসটি পাকিস্তানকে কিছুটা লড়াইয়ের পুঁজি এনে দেয়।
ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ৪টি ও পান্ডিয়া ৩ উইকেট নেন। এছাড়া অর্শদিপ সিং ২টি ও আভেশ খান ১ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই লোকেশ রাহুলকে (০) হারায় ভারত। এরপর নিজের সাবেক অধিনায়ক কোহলিকে নিয়ে দলের হাল ধরেন রোহিত। দলীয় ৫০ রানে সাজঘরে ফেরেন রোহিত (১২)। কোহলি করেন ৩৫ রান। রোহিত-কোহলির বিদায়ের পর ভারতকে চেপে ধরেন পাকিস্তানি বোলাররা। সেই চাপ শেষ ওভার পর্যন্ত ধরে রাখেন তারা। কিন্তু ১৭ বলে অপরাজিত ৩৩* রানের ইনিংস খেলে সব হিসেব উল্টে দেন পান্ডিয়া। শেষ চার বলে ভারতের প্রয়োজন ছিল ৬ রানের। কিন্তু ২০তম ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে সব উত্তেজনায় জল ঢেলে ভারতকে জয় এনে দেন এই পেস অল রাউন্ডার। তার আগে ২৯ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা।
পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ। এছাড়া নাসিম শাহ তুলে নেন ২ উইকেট।
ব্যাটে-বলে অসামান্য পারফম্যান্স করে ম্যান অব দ্য ম্যাচ হন পান্ডিয়া।





































