• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভিসা জটিলতা শেষে এশিয়া কাপ মিশনে তাসকিন-বিজয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২, ০৬:৫২ পিএম
ভিসা জটিলতা শেষে এশিয়া কাপ মিশনে তাসকিন-বিজয়

মঙ্গলবার এশিয়া কাপের উদ্দেশ্যে রওনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাতেই সংযুক্ত আরব আমিরাতের পৌঁছে গেছেন সাকিব-মুশফিকরা। 

দলের বাকি সদস্য ও কোচিং স্টাফরাও পৌঁছেছেন মঙ্গলবার মধ্য রাতে। এছাড়া শেষ মুহূর্তে ডাক পাওয়া নাঈম শেখ সেন্ট লুসিয়া থেকে দুবাইতে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

তবে ভিসা জটিলতায় দলের দুই সদস্য তাসকিন আহমেদ ও আনামুল হক বিজয় শেষ মুহূর্তে ফ্লাইট মিস করেন। তাই একদিন পর রওনা করতে হচ্ছে তাদের।

ভিসা জটিলতা শেষে বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উদ্দেশে ঢাকা ছাড়তে যাচ্ছেন তাসকিন-বিজয়। এ ব্যাপারে তাসকিন জানান, “ভিসা নিয়ে একটু সমস্যা ছিল। বিকেলে সেই সমস্যার সমাধান হয়েছে। আমি ও বিজয় সন্ধ্যা ৭টা ২০ মিনিটের ফ্লাইটে যাচ্ছি।”

বৃহস্পতিবার বিকেলে আইসিসি একাডেমিতে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে দল। আগামী ৩০ আগস্ট প্রথম ম্যাচ খেলতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মুসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদ উল্লাহ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!