নারীদের এশিয়া কাপ টুর্নামেন্টের সপ্তম ম্যাচে আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ম্যাচে একপ্রকার একক আধিপত্য রেখে ৪৯ রানে জয় পেয়েছে লঙ্কান মেয়েরা।
সিলেট স্টেডিয়ামে টস জিতে লঙ্কান মেয়েরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান করে তারা। লঙ্কান ব্যাটারদের দাপটে তেমন সুবিধাই আদায় করতে পারেনি থাইল্যান্ডের বোলাররা। শ্রীলঙ্কার দুই ওপেনারের দাপটে তাদের প্রথম উইকেটের পতন ঘটে দলের ৬৩ রানে। হর্ষিতা মাদাভি দিসানায়েকে সমরবিক্রমের ব্যাট থেকে আসে ৬৯ বলে ৮১ রান। তার ইনিংসটি সাজানো ছিল দশটি চারে। তার অবদানে বেশ বড় রানের সংগ্রহের পথে এগিয়ে যায় দলটি।
বাকি ব্যাটারদের মধ্যে নীলাক্ষী ডি সিলভা ২১ বলে ৩৯ রান করেন। তাদের ইনিংস থামে ৫ উইকেটে ১৫৬ রানে।
থাইল্যান্ডের থিপাচা পুত্থাওং দুটি উইকেট পান। একটি করে উইকেট পান নাটায়া বুচথাম ও সুলিপর্ন লাওমি।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। দলীয় ২০ রানে ওপেনার নথকান চনথাম আউট হন। দলের ৪১ রানে নান্নাপাট কনচরোয়েঙ্কাই ফিরে যান। তার ব্যাট থেকে আসে ২১ বলে ২৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে চানিদা সুত্তিরুয়াংর ব্যাট থেকে। তিনি ৪২ বলে ৩৭ রান করেন।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে থাইল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১০৭ রানে। শ্রীলঙ্কা জয় পায় ৪৯ রানে।






































