হাল্যান্ড ও মেসির বিস্তর পার্থক্য দেখছেন পেপ গার্দিওলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ১১:৫৭ এএম
হাল্যান্ড ও মেসির বিস্তর পার্থক্য দেখছেন পেপ গার্দিওলা

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটি ৬-৩ গোলে জয় পায়। এই ম্যাচের পর হ্যাটট্রিক হিরো আরলিং হাল্যান্ডকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সাথে তুলনা করা হয়েছে। তবে তাদের উভয়ের কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, দুজনের মধ্যে বিস্তর ফারাক।

গত রবিবার ম্যানচেস্টার ডার্বি ছিল। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচ অবশ্য সিটির দিকেই হেলে পড়ে। ৬-৩ গোলের বড় ব্যবধানে জয় পায় গার্দিওলার শিষ্যরা। ম্যাচে দুই হ্যাটট্রিক করে হাল্যান্ড ও ফিল ফোডেন।

ম্যানসিটিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১টি ম্যাচে হাল্যান্ড গোল পেয়েছেন ১৭টি। যার মধ্যে তিনটি প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক রয়েছে। রবিবার ইউনাইটেডের বিপক্ষে সর্বশেষ ৩ গোল পেয়েছেন তিনি এবং ম্যানচেস্টার ডার্বিতে গোল পাওয়ার অভিজ্ঞতা তার জন্য সবচেয়ে মধুর।

বর্তমান সিটি কোচ গার্দিওলাকে প্রশ্ন করা হয়েছিল, বার্সেলোনায় থাকাকালীন যেভাবে গোলের পর গোল করেছেন মেসি, তেমন কিছু হাল্যান্ডও করতে পারবেন কী না। এমন প্রশ্নে সাবেক বার্সেলোনা কোচ তুলে ধরলেন দুজনের পার্থক্য।

ম্যানচেস্টার সিটির কোচ বলেন, ‘মেসি ও হাল্যান্ডের মধ্যে পার্থক্য হলো, হাল্যান্ডকে এমন পারফর্ম্যান্স করার জন্য তার সমস্ত সতীর্থদের প্রয়োজন। কিন্তু মেসি একাই এসব করতে পারে।‍‍`

 

Link copied!