পাকিস্তান ও হংকংকে টানা দুই ম্যাচে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে বেশ ফুরফুরে আছে ভারত। তবে তাদের আনন্দের আয়োজনে বিষাদের কালো ছায়া পড়েছে তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ইনজুরি। হাঁটুর ইনজুরির কারণে টূর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।
শুক্রবার (২ সেপ্টেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ডান হাঁটুর চোটে টুর্নামেন্টের বাকি অংশ খেলতে পারবেন না জাদেজা। তিনি এখন চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে গুজরাটের অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে।
তবে অক্ষরকে দলে স্টান্ডবাই হিসেবে রাখা হবে। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে তিনি দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবেন।
এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ হাসি হাসে ভারতই। মাত্র ২ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় তারা। দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তিশালী হংকংয়ের বিপক্ষে সহজ জয় পায় ভারত।
সুপার ফোর নিশ্চিত করে বেশ ফুরফুরে মেজাজে আছে ভারত। তারা এখন দুবাইয়ে অবসর যাপন করছে। সুপার ফোরে আগামীকাল রোববার তারা প্রতিবেশী দেশ পাকিস্তানের বিপক্ষে খেলবে।





































