কোপা আমেরিকার শুরু থেকেই আগুনে ফর্মে আছেন মেসি। তার এ ফর্মের কারণে প্রতিপক্ষ যেমন চাপে রয়েছে তেমনি আর্জেন্টিনাও পাচ্ছে শিরোপার সুভাস। চার ম্যাচে চার গোলের পাশাপাশি চার এ্যাসিস্ট ও তিন বার ম্যাচ সেরাই তার প্রমাণ।
লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়েছে স্কালোনির দল। মেসির দুই এ্যাসিস্ট ও এক ফ্রি কিক গোলে এরই মধ্যে তারা সেমিফাইনালের টিকেটও পেয়ে গেছে।
অধিনায়কের এমন পারফরম্যান্সে মুগ্ধ আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি। তিনি ম্যারাডোনার চেয়েও মেসিকে এগিয়ে রাখছেন। তার মতে, “ফুটবলপ্রেমী হিসেবে আমাদের সবার উচিত মেসিকে উপভোগ করা। আমার মনে হয় প্রতিপক্ষের খেলোয়াড়েরাও তাকে উপভোগ করে, আমার মতে সেই সর্বকালের সেরা।”
মেসি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৭৫ গোলের মালিক। এই ৩৪ বছর বয়সীর একমাত্র ইচ্ছা দেশের হয়ে ট্রফি জেতা, এ লক্ষ্যে জুলাইয়ের ৭ তারিখ বাংলাদেশ সময় সকাল ৭টায় কলম্বিয়ার মুখোমুখি হবে।