রোববার (৬ ফেব্রুয়ারি) ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। দলটিকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে করে লিগে সেরা চারে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা দলের অবস্থা বেশ দীর্ঘ সময় ধরেই এলোমেলো। দল ঠিক ছন্দ খুঁজে পাচ্ছিল না। তবে আশার কথা হচ্ছে, জাভির নেতৃত্বে দল হারানো ছন্দ ফিরে পাওয়ার পথেই হাঁটছে। আজ মাদ্রিদের বিপক্ষে পাওয়া গেল আত্মবিশ্বাসী বার্সাকে।
বার্সেলোনা ম্যাচের শুরু থেকেই খেলার প্রতিটি অংশে আধিপত্য বিস্তার করে খেলছিল। কিন্তু প্রথমার্ধের আট মিনিটে অ্যাথলেটিকোর ইয়ানিক ক্যারাসকো গোলের সূচনা করলে বার্সা শিবির সতর্ক হয়। এর দুই মিনিট পর জর্দি আলবা দানি আলভেসের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে সমতা এনে দেন। ম্যাচের ২১ মিনিটে আবার গোল পায় বার্সা। এবার বার্সাকে এগিয়ে দেন গাভি। ম্যাচের ৪৩ মিনিটে আবার তাদের লিড বাড়িয়ে দেন রোনাল্ড আরাউজো।
বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটে গোল করে আবার দলকে এগিয়ে দেন দানি আলভেজ। দ্বিতীয় মেয়াদে দলে এসে এই প্রথম গোল পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের ৫৮ মিনিটে গোল শোধ করেন বার্সেলোনা থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে নাম লেখানো লুইস সুয়ারেজ।
ম্যাচের ৬৯তম মিনিটে ক্যারাসকোকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে বিদায় হন দানি। ম্যাচের বাকি সময় দুই দলই আর কোনো গোল না পেলে খেলা শেষ হয় ৪-২ ব্যবধানে।
এই জয়ে বার্সেলোনা ২২টি ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। অ্যাথলেটিকো দুই পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে আছে। রিয়াল মাদ্রিদ ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে।