সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটকে কেন্দ্র করে উত্তেজনা লক্ষ করা যাচ্ছে। না, এটা খেলায় হারজিত নিয়ে না। বাংলাদেশি তরুণদের পাকিস্তান সমর্থন নিয়ে। তো বিষয়টি নিয়ে আমার সাধারণ কিছু প্রশ্ন আছে:
১. দুনিয়ায় রাজনীতি বিচ্ছিন্ন বা apolitical বলে কিছু আছে কি?
২. বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট খেলায় কতজন বাঙালিকে অজি পতাকা ও জার্সি পরে স্টেডিয়ামে যেতে দেখা যায়?
৩. খেলায় ভারতীয় কেউ পাকিস্তান সমর্থন করলে ভারত প্রশাসন তাতে প্রতিক্রিয়া দেখায়। কিন্তু পাকিস্তান রাষ্ট্র ও পাকি সেনাবাহিনী কি ভারতে ৩০ লাখ মানুষকে গণহত্যা করেছিল? লাখ লাখ নারীকে এথনিক ক্লিঞ্জিংয়ের উদ্দেশ্যে ধর্ষণ করেছিল? তালিকা করে বুদ্ধিজীবী মেরেছিল? না, এগুলো এই মাত্র ৫০ বছর আগে বাংলাদেশের সাথে ঘটেছিল? আমরা কি ৫ বছরের বেশি কিছু মনে রাখতে পারি না?
৪. সিএলআর জেমস, ক্রিকেট বোদ্ধা ও দার্শনিক বলেছিলেন, যারা শুধু ক্রিকেট বোঝে, আর কিছু বোঝে না, তারা আসলে ক্রিকেটটাও বোঝে না। উনি বলতে চাইছেন, খেলায় জাতীয়তাবাদ প্রবলভাবেই আছে, আছে রাজনীতি ও সমাজনীতি। কিন্তু খেলার সাথে রাজনীতি মেশাবেন না, এটা যারা বলে তারা কি সুয়োডো ন্যাশনালিজমের চর্চা করছেন না? সে ক্ষেত্রে তারা কি পাকিস্তান জাতীয়তাবাদের সমর্থক নন?
৫. রাজনীতি যদি না-ই থাকবে তাহলে ভারত পাকিস্তান ম্যাচ এত উত্তেজনার হয় কেন? ইতিহাস ও ধর্মচেতনা জড়িয়ে না থাকলে ফুটবল টিমের নাম ইস্ট বেঙ্গল বা মোহামেডান হয় কি করে?
৬. বুঝলাম, বর্তমানে শাক দিয়ে মাছ ঢাকার অভিপ্রায়ে পাকিস্তানবিরোধী মনোভাবের বিপরীতে বাংলাদেশি জাতীয়তাবাদ আমদানি হয়েছে, শাকের জায়গায়। মানে দ্রব্যমূল্য ও বাসভাড়া বৃদ্ধি ইত্যাদি আলাপ সরাতেই এই আমদানি। কথা হলো আমদানির সুযোগ ঘটছে কেন? নিশ্চয় আমাদের তরুণ প্রজন্ম হয় ইতিহাস ও রাজনীতি জানে না, বা বোঝে না, বা তাদের সে বোধবুদ্ধি নেই? এটা কেমন করে তৈরি হলো? তাছাড়া জাতীয়তাবাদ ‘উদ্দেশ্যপ্রণোদিত’ভাবে এখন আমদানি হলেও কি বাংলার মাটিতে গণহত্যা, ধর্ষণ ও অত্যাচারী পাকিস্তানিদের সমর্থন করা জায়েজ হয়ে যায়?
৭. পাকিস্তানে বাংলাদেশের খেলা হলে কতজন পাকিস্তানি নাগরিক বাংলাদেশের জার্সি ও পতাকা নিয়ে স্টেডিয়ামে যাবে?
৮. কোন দেশের বুদ্ধিজীবী, কবি, ফেসবুক অ্যাক্টিভিস্ট ইত্যাদি তাদের দেশের ওপর নৃশংস হত্যাকাণ্ড চালানো দেশের প্রতি সহমর্মিতা দেখান, বা ছাড় দেন খেলার সময়? সেই পুরোনো প্রশ্ন, খেলা কি বিচ্ছিন্ন বিষয়? যদি সেটা হয়েই থাকে তাহলে তারা কি খেলাটাই কি বোঝেন আদৌ?