• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

৬জি ইন্টারনেটে গতির বিশ্বরেকর্ড গড়ল চীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৫:৫৫ পিএম
৬জি ইন্টারনেটে গতির বিশ্বরেকর্ড গড়ল চীন

বিশ্বের দ্রুততম ইন্টারনেট সেবার রেকর্ড দখল করে নিয়েছে চীনের প্রতিষ্ঠান পার্পল মাউন্টেন। তাদের ল্যাবরেটরিতে রিয়েল-টাইম ট্রান্সমিশনের পরীক্ষায় ৫জি ইন্টারনেট নেটওয়ার্কের চেয়ে ২০ গুণ পর্যন্ত বেশি গতি তুলেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার এক ঘোষণায় তারা বিশ্বের প্রথম ৬জি ইন্টারনেট উদ্ভাবনের কথা জানায়। চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের রাজধানী শহর নানজিংয়ে অবস্থিত পার্পল মাউন্টেন ল্যাবে ৩৬০-৪৩০ গিগা হার্জের উন্নত প্রযুক্তির ওয়্যারলেস সিস্টেমের সাহায্যে ৬জি ভিত্তিক ১০০-২০০ গিগাবিট গতি অর্জন সম্ভব হয়েছে।

ল্যাবের প্রধান কর্মকর্তা ইউ জিয়াওহু বলেন, টেরাহার্টজ ট্রান্সমিশন প্রযুক্তিতে ৬জি নেটওয়ার্কের জন্য মৌলিক ও দ্রুত সেবা দেওয়া সম্ভব। এআর, ভিআর আর মেটাভার্সের মতো প্রযুক্তির জন্যে ৬জি ইন্টারনেট ব্যাপকভাবে ব্যবহৃত হবে বলে আশা করছেন তিনি।

এছাড়াও টেরাহার্টজ প্রযুক্তির মাধ্যমে মহাকাশের নভোযান আর কৃত্রিম উপগ্রহের সঙ্গে পৃথিবীর যোগাযোগের গতি বাড়বে। এমনকি সাগরতলেও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে বিস্তৃত হতে পারে বলেও আশা করা হচ্ছে।

 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!