সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহার করা যাচ্ছে না রাশিয়ায়। বিবিসি জানায়, রাশিয়ার সামাজিক মাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোরের প্রকাশিত নিষিদ্ধ অনলাইন প্ল্যাটফর্মের তালিকায় দেখা গেছে এই অ্যাপটিকে।
মূলত সামাজিক মাধ্যমগুলোতে রাশিয়ার বিরুদ্ধে বিদ্বেষমূলক তথ্য ছড়ানোর অভিযোগে তুলে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই সামাজিক মাধ্যমগুলোর বিরুদ্ধে ভুয়া খবর প্রচারের অভিযোগ তুলে কঠোর হয়েছে রাশিয়া।
এর আগে শনিবার ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি ‘মেটা’কে উগ্রপন্থী সংস্থা হিসেবে ঘোষণা করার প্রস্তুতি নেওয়ার কথা জানায় মস্কো। এছাড়া রাশিয়ায় তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্যও আবেদন করেছে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দপ্তর।
বিবিসি জানায়, রাশিয়ায় ফেসবুক ও টুইটারে ঢোকার ওপর ইতিমধ্যেই বিধিনিষেধ আরোপিত হয়েছে। তাই ইনস্টাগ্রাম ব্যবহারের ওপরও বিধিনেষেধ আরোপ করতে যাচ্ছে দেশটি– আগে থেকেই এমনটা আশঙ্কা করা হচ্ছিল।