• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে ব্যাঘাত ঘটাল ৫জি ইন্টারনেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ১০:৩১ পিএম
যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে ব্যাঘাত ঘটাল ৫জি ইন্টারনেট

বিমানবন্দরের কাছাকাছি ফাইভ জি মোবাইল ইন্টারনেটের প্রযুক্তি স্থাপনের কারণে যুক্তরাষ্ট্রে বিপাকে পড়েছে বিমান পরিবহণ সংস্থাগুলো। এমিরেটস, লুফথানসা আর এয়ার ইন্ডিয়া সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তন করেছে অনেক এয়ারলাইন্স।

মার্কিন বিমান পরিবহণ কর্তৃপক্ষের তথ্যের বরাতে গার্ডিয়ান জানায়, ৫জি ইন্টারনেটের তরঙ্গ অনেকক্ষেত্রে বিমানের রেডিওর সিগন্যালে ব্যাঘাত ঘটায়। এর ফলে বিমানটি আকাশে কতটা উঁচুতে রয়েছে তা নির্ণয় করতে বা খারাপ আবহাওয়ায় অবতরণ করতে পাইলটদের অসুবিধায় পড়তে হয়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) কোন বিমানবন্দরগুলো  ৫জি নেটওয়ার্কের দ্বারা প্রভাবিত হবে সে বিষয়ে নির্দেশিকা তৈরি করে। এতে উল্লেখ করা হয়য় বোয়িং ৭৭৭ মডেলের বিমানগুলো প্রাথমিকভাবে সমস্যায় পড়তে পারে।

এরপরই দুবাই-ভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় এয়ারলাইন্স এমিরেটস ঘোষণা করে, তারা বুধবার বোস্টন,
শিকাগো, ডালাস-ফোর্ট ওয়ার্থ, হিউস্টন, মিয়ামি, নেওয়ার্ক, নিউ জার্সি, অরল্যান্ডো, ফ্লোরিডা, সান ফ্রান্সিসকো এবং সিয়াটলে ফ্লাইট বন্ধ রাখবে।

তবে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে ফ্লাইট চালিয়ে যাবে বলে জানায় এমিরেটস। একই কারণে অন্যান্য বিমান পরিবহণ সংস্থাগুলোও কয়েকটি বিমানবন্দরে তাদের সেবা বন্ধ রাখে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!