• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রথমবার মানবদেহে শূকরের হৃদপিণ্ডের প্রতিস্থাপন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৭:৩২ পিএম
প্রথমবার মানবদেহে শূকরের হৃদপিণ্ডের প্রতিস্থাপন

প্রথমবারের মত প্রাণীর হৃদপিণ্ড মানবদেহে প্রতিস্থাপনে সফল হয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির শরীরে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। যদিও পরীক্ষার আগেই শূকরের হৃদপিণ্ডটিতে কিছু জিনগতভাবে পরিবর্তন আনা হয়।

বিবিসি জানায়, সাত ঘণ্টা ধরে পরীক্ষামূলক অস্ত্রোপচারে সফল হয়েছেন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের চিকিৎসকরা। অস্ত্রোপচারের তিনদিন পরেও সুস্থ আছেন ৫৭ বছর বয়সী রোগী ডেভিড বেনেট।

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ওই অস্ত্রোপচার করা হয়। তবে বেনেট ঠিক কতদিন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন, তা এখনো পরিষ্কার নয়।

চিকিৎসকরা জানান, বেনেটের জীবন বাঁচানোর শেষ চেষ্টা করতেই চিকিৎসকরা এই পরীক্ষা চালান। অস্ত্রোপচারের আগে বেনেট বলেন, “আমার সামনে দুটো পথ খোলা ছিল। হয় অস্ত্রোপচার নাহয় মৃত্যু।”

বিশ্বের প্রথমবার এ ধরনের অস্ত্রোপচারের জন্য ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টারকে বিশেষ অনুমতি দেয় যুক্তরাষ্ট্র সরকার। কারণ, অস্ত্রপচার না হলে বেনেটের মৃত্যু অবধারিত ছিল।

মানব হৃদপিণ্ড প্রতিস্থাপনের জন্য উপযুক্ত ছিলেন না বেনেটের শরীর। রোগীর স্বাস্থ্য অত্যন্ত দুর্বল থাকায় চিকিৎসকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

যুক্তরাষ্ট্রে অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করতে গিয়ে প্রতিদিন অন্তত ১৭ জন মানুষের মৃত্যু হয়। অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষমাণ এক লাখের বেশি মানুষ। তাই চিকিৎসায় অঙ্গপ্রত্যঙ্গের চাহিদা মেটাতে প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহারের বিষয়টি আগে থেকেই বিবেচনায় ছিল।

ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের চিকিৎসকরা বহু বছর ধরেই এ ধরণের অঙ্গ প্রতিস্থাপন নিয়ে গবেষণা করছিলেন। বেনেটের অস্ত্রপচারে দীর্ঘমেয়াদী সফলতা পেলে বিশ্বের কোটি কোটি মানুষের জীবন বদলে যাবে – এমনটাই আশা তাদের।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!