• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নিউজিল্যান্ডে দেখা দিল ভৌতিক ‘বেবি শার্ক’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৬:১০ পিএম
নিউজিল্যান্ডে দেখা দিল ভৌতিক ‘বেবি শার্ক’

ইউটিউবে জনপ্রিয় শিশুতোষ ‘বেবি শার্কের’ গানটি হয়তো অনেকেই শুনে থাকবেন। গানের সেই হাঙ্গর ছানা খুবই বন্ধুবৎসল হলেও বাস্তবের হাঙ্গরের স্বভাব তার উল্টো। আর দেখতেও তেমনি হিংস্র। রয়েছে এর অদ্ভুত সব প্রজাতি।

সম্প্রতি নিউজিল্যান্ডের দেখা গেছে তেমনি এক ভৌতিক হাঙ্গর মাছের। বিজ্ঞানীরা আকারে ছোট আর দেখতে ভুতের মত এই হাঙ্গরের নাম দিয়েছেন ‘বেবি ঘোস্ট শার্ক’। এটি মূলত গভীর সাগরের ছায়াযুক্ত স্থানে বসবাসকারী বিরল প্রজাতির একটি মাছ। চিমারা নামেও এরা পরিচিত।

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের পানির প্রায় ১.২ কিলোমিটার গভীর থেকে এই হাঙ্গরের ছানাটি সংগ্রহ করা হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চের বিজ্ঞানীরা জানান, বাচ্চা হাঙ্গরটি সম্প্রতি ডিম ফুটে বের হয়েছে। এর পেটেও ডিমের কুসুম ছিল বলে জানান তারা।

ভূতুরে এসব হাঙ্গররা সাগরের তলদেশে ডিম পেড়ে রাখে, এসব ডিমের কুসুম খেয়েই তাদের ভ্রুণগুলো পরিণত হয়। এরপর সেগুলো ফুটে বের হয় মাছের পোনা। যদিও এই প্রজাতি প্রকৃতপক্ষে হাঙ্গরই নয়। হাঙ্গর ও রে মাছেরর সঙ্গে মিল থাকায় এদের শার্ক বলেই ডাকেন বিজ্ঞানীরা।

গবেষকরা বিবিসিকে জানান, পানির নিচে মাছসহ বিভিন্ন প্রজাতির প্রাণী নিয়ে গবেষণা করার সময় হঠাৎ করেই এই শিশু হাঙ্গরটি তাদের নজরে পড়ে। এই বেবি ঘোস্ট শার্ক প্রজাতিটি সাগর তলে প্রাণীদের প্রাথমিক জীবন সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Link copied!