ঘরে ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেটের সহজলভ্যতার কারণে ইদানীং হয়তো মোবাইল ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন পড়ছে না সাবার। বাংলাদেশ টেলিযোগাযোগ সংস্থা বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যানেও দেখা যাচ্ছে একই চিত্র। গত দুই মাসে দেশে কমেছে মোবাইল ইন্টারনেট গ্রাহক, বেড়েছে ব্রডব্যান্ড ব্যবহারকারী।
২০২১ সালের নভেম্বরে ২৫ লাখ ৮০ হাজার ও ডিসেম্বরে ২৮ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে বাংলাদেশে। বাংলাদেশ টেলিযোগাযোগ সংস্থা বিটিআরসির পরিসংখ্যানে দেখা গেছে, দুই মাসের ব্যবধানে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৫৩ লাখ ৮০ হাজার। আর ব্রডব্যান্ড সেবায় যুক্ত হয়েছে ২০ হাজার নতুন গ্রাহক।
বিটিআরসির প্রতিবেদনে আরও জানা গেছে, ২০২১ সালের নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির গ্রাহক সংখ্যা কমেছে। আর গ্রাহক বেড়েছে বাংলালিংক ও টেলিটকের।
নভেম্বরে পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ১১ কোটি ৬৫ লাখ ৩০ হাজার। সব মিলিয়ে গত ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছে ১১ কোটি ৩৭ লাখ ৩০ হাজারে।
প্রতি তিন মাস পরপর ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের পরিসংখ্যান প্রকাশ হয়। গত সেপ্টেম্বরে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ১ কোটি ৭ হাজার।
গত বছরের শেষে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯০ হাজারে। কেবল ডিসেম্বরেই ২০ হাজার নতুন গ্রাহক পেয়েছে ব্রডব্যান্ড।