• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

টেসলা বেবি: চালকবিহীন গাড়িতে জন্ম নেওয়া প্রথম শিশু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০৭:২০ পিএম
টেসলা বেবি: চালকবিহীন গাড়িতে জন্ম নেওয়া প্রথম শিশু

যুক্তরাষ্ট্রে বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি টেসলার মধ্যে সন্তান প্রসব করেছেন এক নারী। শিশুটি ৯ সেপ্টেম্বর ​​​​​জন্মগ্রহণ করলেও সম্প্রতি তার বাবা-মা এই ঘটনা প্রকাশ করেন। ফিলাডেলফিয়ায় শিশুটির জন্মের সময় তার মাসহ পরিবারকে বহনকারী গাড়িটি চালাছিল অটোপাইলট মোডে বা স্বয়ংক্রিয়ভাবে।

তাই বিশ্বের প্রথম টেসলা বেবি হিসেবেই জনপ্রিয়তা পেয়েছে শিশুটি। স্থানীয় সংবাদমাধ্যম ফিলাডেলফিয়া ইনকোয়ারার জানায়, ঘটনার দিন গর্ভবতী ইরান শেরি (৩৩) ও তার স্বামী কিটিং শেরি (৩৪) তাদের তিন বছর বয়সী ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন।

পথে গাড়িটি জ্যামে আটকা পড়লে প্রসব বেদনা ওঠে শেরির। সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারবেন না এমন আশঙ্কায় কিটিং শেরি তাদের গাড়িটির অটোপাইলট মোড চালু করে গন্তব্য হিসেবে সেট করে দেন নিকটবর্তী হাসপাতালে। এরপর তিনি তার স্ত্রীর দেখাশোনা শুরু করেন। আর গাড়ি চলতে থাকে স্বয়ংক্রিয়ভাবে।

শেরি জানান, হাসপাতাল পৌঁছাতে তাদের ২০ মিনিটের বেশি সময় লেগেছিল। গাড়িটি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছার সঙ্গে সঙ্গেই ভূমিষ্ঠ হয় শিশু মায়েভ।

নার্সরা এসে গাড়ির সামনের সিটেই শিশুটির নাড়ি কাটেন। পরবর্তীতে হাসপাতালের সবাই শিশু মায়েভকে ‘টেসলা বেবি’ বলে ডাকতে শুরু করলে খবরের শিরোনামে চলে আসে শিশুটি।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!