• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

বৈধ স্মার্টফোন যাচাই করবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৯:২২ পিএম
বৈধ স্মার্টফোন যাচাই করবেন যেভাবে

১ অক্টোবর থেকে অবৈধ বা চোরাই পথে আসা হ্যান্ডসেটে মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আগামীতে শুধুমাত্র বৈধভাবে দেশে উৎপাদিত ও বৈধ পথে বিদেশ থেকে আমদানি করা হ্যান্ডসেটই নিবন্ধনে করে ব্যবহার করতে হবে।

এমন পরিস্থিতিতে অনেকেই নতুন কেনা ফোন বৈধ নাকি অবৈধ তা নিয়ে চিন্তায় পড়েছেন। এক্ষেত্রে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী ম্যাসেজ পাঠিয়েই যাচাই করা যাবে ফোনের বৈধতা।

মোবাইল কেনার আগে সেটিরর মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ- KYD 123456789012345) পাঠাতে হবে ১৬০০২ নম্বরে। ফিরতি ম্যাসেজে এর বৈধতা যাচাই করে জানাবে বিটিআরসি। এছাড়াও বিদেশ থেকে কেনা বা বৈধভাবে আমদানি করা মোবাইলও www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

এছাড়াও কোনো বিক্রেতা অবৈধ হ্যান্ডসেট বিক্রি করলে ক্রেতাকে হ্যান্ডসেটের মূল্য ফেরত দিতে বাধ্য থাকবে বলেও জানিয়েছে বিআরটিসি। 

Link copied!