• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

শাওমি‍‍র স্মার্টচশমা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ১১:১৮ এএম
শাওমি‍‍র স্মার্টচশমা

স্মার্টফোন ও স্মার্টঘড়ির পর এবার গ্রাহকদের জন্য় ‘স্মার্টগ্লাসেস’ বা স্মার্টচশমা নিয়ে এলো চীনা সংস্থা শাওমি। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে এই স্মার্টচশমার বাস্তব রূপ দিয়েছে চীন। সানগ্লাসের মতোই দেখতে এই চশমাটিতে থাকছে চমকে দেওয়া নানা ফিচার।

বিবিসি জানায়, এই চশমায় নানা ধরনের অদ্ভূত ও চমকপ্রদ ক্রিয়াকলাপ দেখা যাবে। এই চশমায় রয়েছে সেনসর এবং ইমেজিং সিস্টেম। যা দিয়ে ‘নেভিগেশন’ বা দিকনির্ণয় করা যাবে। এই চশমা পরলে চোখের সামনে যেকোনো বিদেশি লেখা অনুবাদ হয়ে যাবে। বিভিন্ন দেশ ভ্রমণে পর্যটকদের সঙ্গী হতে পারে এই স্মার্টগ্লাস।

শাওমি কর্তৃপক্ষ জানায়, স্মার্ট এই চশমার ওজন মাত্র ৫১ গ্রাম, যা বেশ আরামদায়ক ও হালকা। এতে মাইক্রোলেড অপটিক্যাল ওয়েভগাইড প্রযুক্তির ব্যবহৃত হয়েছে। যার সাহায্যে আক্ষরিক অর্থেই চোখের সামনে নোটিফিকেশন এবং মেসেজ ভেসে উঠবে। শুধু তা-ই হয়, এই চশমার সাহায্যে ফোন করা এবং ছবিও তোলা যাবে।

স্মার্টগ্লাসের দাম কেমন হবে সে বিষয়ে এখনো কিছু জানায়নি সংস্থাটি। তবে আপাতত চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই স্মার্টগ্লাস। পরে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে।

Link copied!