• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

মোবাইল ফোন দ্রুত চার্জ করুন সহজে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ১২:৫৮ পিএম
মোবাইল ফোন দ্রুত চার্জ করুন সহজে

দৈনন্দিন জীবনে সবচেয়ে ব্যবহারের তালিকায় আছে মোবাইল ফোন। সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম, কোনো গুরুত্বপূর্ণ কাজের রিমাইন্ডার, প্রয়োজনীয় ফোনকল, অবসরে ভিডিও দেখা, গেম খেলা, বিশ্বের খবর জেনে নেওয়া সব কাজেই হয় মোবাইলের ব্যবহার।

মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত এখন ভাবাই যায় না। সারা দিন ব্যবহারে মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। ঘণ্টাখানেক পর আবারও চার্জ করে নিতে হয়, যা সময়ের ব্যাপার। কাজের ব্যস্ততায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বের করাও কষ্টকর হয়ে যায়। অনেক সময় কোথাও বেরোনোর কিছুক্ষণ আগে হয়তো খেয়াল হলো মোবাইল ফোনটা সকাল থেকে চার্জই দেওয়া হয়নি। তখন দ্রুত মোবাইল চার্জ করতে হয়।

এমন অবস্থায় দ্রুত মোবাইল ফোন চার্জ করার কিছু উপায় রয়েছে, যা খুব সহজেই করে নেওয়া যায়।

  • দ্রুত মোবাইল চার্জ করতে চার্জ দেওয়ার পর ফোনটা ব্যবহার করবেন না। না হলে সামান্য চার্জ হতেও অনেক সময় লেগে যাবে।
  • মোবাইলে কিছু অ্যাপ চলতেই থাকে। এর জন্য চার্জ হতে বেশি সময় লেগে যায়। চার্জ দেওয়ার আগে মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপসগুলো বন্ধ করে নিন। দ্রুত চার্জ হবে।
  • মোবাইল ফোনের ব্রাইটনেস বাড়িয়ে রাখলে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। চার্জ কম থাকলে, ব্রাইটনেস কমিয়ে নিন। এছাড়া চার্জে দেওয়ার আগেও ফোনের ব্রাইটনেস কমিয়ে নিন। এতে দ্রুত চার্জ হবে।
  • মোবাইলে ইন্টারনেট চালু থাকলে তা বন্ধ করে চার্জ দিন। ইন্টারনেট চালু থাকলে চার্জও ধীরে হয়। তাই ইন্টারনেট বন্ধ রাখুন।
  • প্রয়োজনে মোবাইল ফোনে ফ্লাইট মুডে রেখে চার্জ দিন। এই উপায় সবচেয়ে দ্রুত চার্জ হয় ফোনটি।
  • ফোনের চার্জ ১ শতাংশে আটকে আছে? এই পর্যায়ে মোবাইল ফোনটি বন্ধ করে চার্জ দিতে পারেন। এতে তাড়াতাড়িই চার্জ হয়ে যাবে। একবারেই অল্প চার্জ থাকলে ফোন বন্ধ করে কিছুক্ষণের জন্য চার্জ দিন।
  • আপনি যে স্থানে মোবাইল চার্জ দিচ্ছেন, সেখানে খুব গরম বা ঠান্ডা হলে বেশি সময় লাগতে পারে। তাই অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে তাপমাত্রাও বেড়ে যায়। এতে ফোন ধীরে চার্জ হতে পারে।
  • সম্ভব হলে দ্রুত চার্জার পয়েন্ট ব্যবহার করুন। ভালো মোবাইল কোম্পানির ফোনগুলো এখন হাই ভোল্টেজের চার্জার দিয়ে থাকে, যা দিয়ে অল্প সময়ে অনেকখানি চার্জ করে নেওয়া যায়। বাজারে কম দামি চার্জার মোবাইল ফোনে ব্যবহার না করাই ভালো। একটি স্বাভাবিক চার্জার চার্জিং রেটকে ধীর করে দেয়। একটি স্ট্যান্ডার্ড ইউএসবি ২.০ এর পাওয়ার আউটপুট দেয়, দ্রুত চার্জারগুলো ১৮ ওয়াট থেকে ১০০ ওয়াট পর্যন্ত পাওয়ার আউটপুট থাকে।

 

সূত্র: ব্রাইট সাইট

Link copied!