• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

ভারতে ৫জির স্বত্ব পেল আদানি গ্রুপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০৪:০০ পিএম
ভারতে ৫জির স্বত্ব পেল আদানি গ্রুপ

৫জির যুগে প্রবেশ করতে যাচ্ছে ভারত। এ উদ্দেশ্যে নিলামে তোলা হয়েছে স্পেকট্রাম ব্যবহারের স্বত্ব। আর তার মালিকানা পেয়েছে এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানির কোম্পানি।

হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের ২৬ গিগাহার্জের ব্যান্ডের ৮০০ মেগাহার্জ স্পেকট্রাম ব্যবহারের স্বত্ব পেয়েছে আদানি ডেটা নেটওয়ার্কস। এক বিবৃতিতে গৌতম আদানি বলেন, “ইন্ডাস্ট্রিয়াল ৫জি ক্ষেত্রে আদানি গ্রুপের প্রবেশের ফলে, আমাদের সংস্থাগুলো আরও উন্নত ও নতুন পরিষেবা দিতে সক্ষম হবে।” 

৫জি সেবা প্রদানের লক্ষ্যে ডেটা সেন্টার, সাবমেরিন ক্যাবল, ইন্ডাস্ট্রিয়াল ক্লাউড, এআই ইনোভেশন ল্যাব, সাইবার সিকিউরিটি ও সুপারঅ্যাপসসহ, আদানি গ্রুপের ডিজিটাল পরিকাঠামোকে একীভূত করা হবে। স্পেকট্রামের স্বত্ব অর্জনকে এর প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।

আদানি গ্রুপ জানিয়েছে সাবমেরিন ও টেরেস্ট্রিয়াল ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে ডেটা সেন্টারগুলো যুক্ত করা, বিশ্বের বৃহত্তম শিল্প অপারেশনের ক্লাউড তৈরি করা, প্রায় ৪০ কোটি গ্রাহকের জন্য একটি সুপার অ্যাপ তৈরি করা ও বিশ্বমানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠা করাই তাদের পরবর্তী লক্ষ্য।

Link copied!