• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জিমেইল থেকে তথ্য চুরি করছে হ্যাকাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২২, ০৪:১৮ পিএম
জিমেইল থেকে তথ্য চুরি করছে হ্যাকাররা

গুপ্তচরবৃত্তির মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের ইমেইল অ্যাকাউন্ট থেকে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে উত্তর কোরিয়ার হ্যাকারদের একটি দল।

আর এসব তথ্য চুরির জন্য তারা ব্যবহার করছে গুগল ক্রোম আর মাইক্রোসফট এজ ব্রাউজার। সাইবার সিকিউরিটি ফার্ম ভলেক্সিটির বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে থাকেন। তবে গুগল ক্রোম আর মাইক্রোসফট এজের ভুয়া ব্রাউজার এক্সটেনশন থেকে ব্যবহারকারীদের ই–মেইলের তথ্য চুরি করছে হ্যাকাররা।

‘শার্পটং’ নামের হ্যাকার দলটি এক্সটেনশনের মাধ্যমে জিমেইল ও এওএল মেইল থেকে তথ্য চুরি করে থাকে। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা এক বিবৃতিতে বলেন, “এই হ্যাকারদের একজন উত্তর কোরিয়ার বংশোদ্ভূত বলে মনে করা হচ্ছে। অনলাইনে তাকে কিমসুকি নামে অভিহিত করা হয়।”

শার্পটং মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপ ও দক্ষিণ কোরিয়ার সংস্থাগুলোতে কর্মরত ব্যক্তিদের উপর নজরদারি করে থাকে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবস্থা ও কৌশলগত স্বার্থের জন্য তারা এসব কাজ করে বলে ধারণা করা হচ্ছে।
 

Link copied!