জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতের তথ্য মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)।
হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি এই ব্রাউজারের বিভিন্ন নিরাপত্তা ত্রুটি খুঁজে পাওয়ার পর ব্যবহারকারীদের সতর্ক করেছে সংস্থাটি। সিইআরটির প্রতিবেদনে বলা হয়, এই ব্রাউজারের বেশ কিছু দুর্বলতা রয়েছে, যা হ্যাকারদের কম্পিউটারের সিস্টেম ফাইলে যেকোনো কোড চালানোর অনুমতি দিয়ে থাকে। তাই ক্রোম ব্রাউজারের দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা যে কারও কম্পিউটারে অনুপ্রবেশ করতে পারে।
গুগল ক্রোম ব্রাউজারের ইনপুটগুলোর বৈধতা, কুকি ব্যবস্থাপনার নীতি আর এক্সটেনশনের দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রকৌশলীরা।
এসব দুর্বলতা হ্যাকারদের খুব সহজে ব্যবহারকারীদের সব তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ দেয়। আর তাই বিপদ এড়াতে ক্রোম ব্যবহারকারীদের অবিলম্বে ব্রাউজার আপডেট করতে পরামর্শ দিয়েছে সিইআরটি।
কয়েক দিন আগে ক্রোমের নির্মাতা গুগলও ব্রাউজারটির দুর্বলতার কথা স্বীকার করেছিল। তবে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছে বলে দাবি জানায় তারা।







































