• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

এভারগ্রিন ’৯২ ক্লাবের বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ১২:৩৯ পিএম
এভারগ্রিন ’৯২ ক্লাবের বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

এভারগ্রিন ’৯২ ক্লাবের আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বন্ধুদের মিলনমেলার আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) গাজীপুরের ছুটি রিসোর্টে দেশ এবং দেশের বাইরে কর্মরত এসএসসি ১৯৯২ ব্যাচের ৭২৫ বন্ধুদের নিয়ে এ ভিন্নমাত্রার বন্ধুমেলার আয়োজন করা হয়।  সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে এ আয়োজন। 

evergreen

বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধা জানিয়ে, জাতীয় সংগীত পরিবেশন শেষে বিজয়ের উল্লাসে মেতে ওঠেন এ সংগঠনের সদস্যরা।

কোভিড-১৯-এ সারা বিশ্বের মতো বাংলাদেশও থমকে যায়। মানুষ হয়ে যায় ঘরবন্দি। দীর্ঘ দেড় বছর পর কোভিড-১৯ কাটিয়ে স্বাভাবিক হয় দেশ। আবার শুরু হয় কর্মময় জীবনের ব্যস্ততা। এরই মধ্যে চলে আসে বাঙালির জীবনের লাল পতাকা অর্জনের বীরগাথা বিজয়ের সুবর্ণজয়ন্তী। বাঙালির বিজয়, বীরত্ব, শিক্ষা, অর্থনীতি ও শিল্পসংস্কৃতি—সবকিছুতেই যেন উল্লাসের গান।

evergreen

এমন সময়ে বন্ধুত্বের মহামিলনমেলা। এসো মাতি বন্ধুত্বের উল্লাসে—স্লোগানকে কেন্দ্র করে এভারগ্রিন ’৯২ ক্লাবের এমন আয়োজন। গান, নাচ, লটারি, খেলাধুলাসহ নানা বর্ণিল আয়োজন ছিল দিনব্যাপী।  

ভিন্নমাত্রার সৃজনশৈলী এ আনন্দ উল্লাসের সমন্বয়ক ফরহাদ মোস্তফা চৌধুরী নেহাল বলেন, “প্রতিবছরই আমরা আমাদের বিজয় দিবস উদ্‌যাপন করতে চাই। কর্মময় জীবনে ব্যস্ততা ভুলে বন্ধুদের নিয়ে এক দিনের জন্য হলেও আনন্দে হারাতে চাই। সবাইকে বিজয়ের শুভেচ্ছা।” 

জনসংযোগ বিভাগের আরো খবর

Link copied!