• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

​নিউইয়র্কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশির মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ১০:১৫ এএম
​নিউইয়র্কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশির মৃত্যু
নিহত বাংলাদেশি সালা মিয়া ওরফে সালাহউদ্দিন বাবলু/ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ম্যানহাটনে খাদ্য ডেলিভারি দিতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন সালা মিয়া ওরফে সালাহউদ্দিন বাবলু (৫১) নামের এক বাংলাদেশি। কাজ শেষে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান তিনি।

সংবাদ পেয়ে পুলিশ এসে সালা মিয়াকে ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাবলুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে।

আশপাশের সিসিটিভি পরীক্ষার পর রোববার নিউইয়র্কের পুলিশ গণমাধ্যমকে জানায়, গত শনিবার ভোর রাতের দিকে কাজ শেষে বাবলু ওই পার্কের একটি বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিলেন। একই বেঞ্চে বসা যুবকটি একপর্যায়ে সালার বাইক নিয়ে চম্পট দিতে চাইলে সালা প্রাণপণ চেষ্টা করেন ছিনতাইকারীকে দমনে। ধ্বস্তাধস্তি এবং কিল-ঘুষির একপর্যায়ে নিরস্ত্র বাবলুর মুখে এবং বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ধরাশায়ী হয়ে পড়েন তিনি। এ সুযোগেই বাইক নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী।  

নিউইয়র্কস্থ নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মাণিক জানান, সালা ওরফে সালাহউদ্দিন বাবলু বছরখানেক আগে ব্রুকলিন থেকে ম্যানহাটনে পরিচিত আরও ৪ জনের সঙ্গে বসতি গড়েছিলেন। সেখানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন তিনি। 

তবে এখনো ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


 

Link copied!