• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাধীনতা দিবসে আলোয় সজ্জিত সংসদ ভবন


রিয়াদুর রহমান পিনজু
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৩:৩৩ পিএম
স্বাধীনতা দিবসে আলোয় সজ্জিত সংসদ ভবন

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। প্রতি বছর স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শহীদের স্মরণে ও বাংলাদেশের মুক্তির আনন্দে সুসজ্জিত হয় পুরো বাংলা। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদ ভবনও সেজেছে নতুন রূপে। ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিনজু।

মহান স্বাধীনতা দিবসে জাতীয় সংসদের সাজসজ্জা
সুসজ্জিত সংসদ ভবন দেখতে দেশপ্রেমী মানুষের সমাগম
স্বাধীনতার আনন্দে উচ্ছ্বসিত নতুন প্রজন্ম
নানা রকম অলংকারের পসরা নিয়ে বসে আসেন বিক্রেতা
চুড়ির পসরা নিয়ে বসে আসেন বিক্রেতা
শিশুদের আনন্দের খোরাক জোগাচ্ছে ভ্রাম্যমান দোকানগুলো
বিক্রির আমেজে সংসদ ভবনে সামনে ক্ষুদ্র ব্যবসায়ীরা
অবাক নয়নে সংসদ ভবনের সজ্জা দেখছেন এক দর্শক
আলোকিত হয়েছে সংসদের ভবনের সামনের ভবনগুলোও

 

Link copied!