• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

রাস্তা খোঁড়াখুঁড়িতে নাজেহাল নগরবাসী


রিয়াদুর রহমান পিনজু
প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ০২:০৭ পিএম
রাস্তা খোঁড়াখুঁড়িতে নাজেহাল নগরবাসী

রাজধানীতে বছরজুড়ে থেমে থেমে চলে পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোনসহ বিভিন্ন সেবা সংস্থার উন্নয়ন ও সংস্কারকাজ। এ ছাড়া সড়ক, ফুটপাত, ড্রেনেজব্যবস্থার উন্নয়নে মাসের পর মাস ব্যস্ত সময় কাটায় নগরের দুই সিটি করপোরেশন। আর এসব কাজ করতে গিয়ে খোঁড়াখুঁড়িতে সড়ক এখন ভাঙাচোরা। বছরের পর বছর এসব উন্নয়নকাজের কারণে ঢাকার সড়কগুলো বেহাল। এমন পরিস্থিতিতে অস্বস্তিতে আছেন নগরবাসী। রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ছবিগুলো তুলেছেন রিয়াদুর রহমান পিনজু।

১. সড়কের পাশের খোঁড়াখুঁড়িতে জমেছে বৃষ্টির পানি। নোংরা আবর্জনা।

২. কাটা রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সের মানুষ।

৩. বিপজ্জনক পারাপার। একজনের হাত ধরে পার হচ্ছে অন্যজন।

৪. খোঁড়াখুঁড়ির মাটি স্তূপ করে রাখা আছে একপাশে। এতে সরু হয়ে গেছে মূল সড়ক।

৫. খোঁড়াখুঁড়ির ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফুটপাত ছেড়ে হাঁটতে হচ্ছে মূল সড়কে।

৬. খোঁড়াখুঁড়িতে সৃষ্ট যানজটের খণ্ডচিত্র। বিপজ্জনক পারাপার। ঘটতে পারে দুর্ঘটনা।

Link copied!