নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য পাঁচ বিশিষ্ট নারী পেলেন বেগম রোকেয়া পদক-২০২১।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচ নারীকে এই পদক তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন নারীর আর্থসামাজিক উন্নয়নের জন্য শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), নারী শিক্ষার জন্য অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকার প্রতিষ্ঠার জন্য অর্চনা বিশ্বাস, নারী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নের অবদানের জন্য় ড. সারিয়া সুলতানা।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পদক হস্তান্তর করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর পালিত হয় বেগম রোকেয়া দিবস। সেই সঙ্গে দিবসটি উপলক্ষে প্রতিবছরই নারীর ক্ষমতায়নে অবদানের জন্য় বিশিষ্টজনদের মধ্যে পদক তুলে দেওয়া হয়। পদকপ্রাপ্তদের ৪ লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক এবং সম্মাননাপত্রও দেওয়া হয়।
রোকেয়া দিবস ও পদক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।