• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সোমবার আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৯:৩৭ পিএম
সোমবার আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছয় দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ঐতিহাসিক ৭ মার্চে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিবেন তিনি।

রোববার (৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, ৭ মার্চ বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামী ১২ মার্চ সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে ৭ মার্চ উপলক্ষে সকাল থেকে নানা কর্মসূচিতে অংশ নেবেন। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। পরে সকাল সাড়ে ৯টায় গণভবনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করবেন। সকাল ১০টায় ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন।

এছাড়া বেলা ১১টা ৩০ মিনিটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্যালয়ে আয়োজিত ৭ মার্চের আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন।

Link copied!