সাভারের আমিন বাজারে ৬ ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলার রায় আগামী ২ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে সোমবার (২২ নভেম্বের) রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনন্দ চন্দ্র বিশ্বাস।
আনন্দ চন্দ্র বিশ্বাস বলেন, “আজ (সোমবার) মামলাটি যুক্তিতর্ক শুনানির দিন ধার্য ছিল। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।”
একই সঙ্গে জামিনপ্রাপ্ত সব (৫৮ জন) আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলেও জানান তিনি।