সাভারে ছুরিকাঘাতে এনামুল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাফসির নামের আরো একজন।
রোববার (২ জানুয়ারি) সকালে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনামুলের মৃত্যু হয়। এর আগে শনিবার (১ জানুয়ারি) রাত ১০টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় ছুরিকাঘাতের শিকার হন তারা।
আহত তাফসির সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন।
নিহত এনামুল গাইবান্ধা জেলার সদর গ্রামের রুহুলের ছেলে। তিনি সাভারের রাজফুলবাড়িয়ার শুভাপুর মহল্লায় একটি কারখানায় কাজ করতেন।
বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এখলাছ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।