সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত দ্রুত শেষ করা যাবে বলে আশা প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা র্যাব।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, “র্যাব যখন মামলার তদন্ত করে, তখন সর্বোচ্চ পেশাদারত্বের মাধ্যমে করে থাকে। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত র্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তদন্ত করছে। এখন পর্যন্ত ১৬০ জনের সাক্ষ্য নিয়েছে র্যাব।”
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, “সাগর-রুনি হত্যা মামলার তদন্তে যেসব তথ্য-উপাত্ত ও আলামত পরীক্ষা-নিরীক্ষা করা দরকার, র্যাব তা করেছে। আমরা আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারব।”
খন্দকার আল মঈন বলেন, “আপনারা জানেন আমরা সাগর-রুনি হত্যা মামলার তদন্তভার গ্রহণ করেছি দুই মাস পর। আমরা রিমান্ডে এনে অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। সরকার এতটাই গুরুত্ব দিয়েছে, এই মামলার তথ্য-উপাত্ত প্রমাণের জন্য আলামত পরীক্ষা করতে দেশের বাইরে পাঠানো হয়েছে। আলামত পরীক্ষার প্রতিবেদন পেতে সময় লেগেছে। তদন্ত চলমান।”
মামলাটি ২০১২ সালের ১৮ এপ্রিল থেকে তদন্ত করছে র্যাব। তদন্তে অগ্রগতি নিয়ে র্যাবের কমান্ডার বলেন, “ডিএনএ টেস্টের নমুনা আমেরিকায় পাঠানো হয়েছে, যেটার ফলাফল এখনও আসেনি।”
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করা হয়।