• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০২:২৪ পিএম
সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ও পরিচালক মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার এ মামলা করেন।

দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার জানান, জাল কাগজে ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করে সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ও পরিচালক মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়, ‘রাফি মাহি’ নামের একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান, যার মালিক দেখানো হয়, আসিফ উদ্দিন নামক এক ব্যক্তিকে। দুদকের অনুসন্ধানে বের হয়, আসিফ উদ্দিন সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের প্রতিষ্ঠান লকপুর গ্রুপের কর্মচারী।

পরে দুদকের জিজ্ঞাসাবাদে আসিফ জানান, এই প্রতিষ্ঠানে তাকে ভুয়া মালিক বানিয়ে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। পরে ঋণের টাকা আর ফেরত পাওয়া যায়নি। ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ও পরিচালক মোয়াজ্জেম তাকে এই কাজে সহযোগিতা করে। তাই মামলায় তাদের আসামি করা হয়েছে।

Link copied!