• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

করোনা থেকে সেরে উঠলেন মির্জা ফখরুল দম্পতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৩:৩৪ পিএম
করোনা থেকে সেরে উঠলেন মির্জা ফখরুল দম্পতি
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রীসহ তাদের বাসার সবাই এখন করোনামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, ‍“বিএনপির মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা এবং বাসার অন্য সদস্যদের আজকের সর্বশেষ পরীক্ষার রিপোর্টে সবার নেগেটিভ এসেছে।”

গত ১০ জানুয়ারি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে সস্ত্রীক মির্জা ফখরুলের করোনা পরীক্ষা করা হয়। এতে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তারা বাসায় থেকেই চিকিৎসা নেন।

এর আগে ২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলেও এই প্রথম করোনায় আক্রান্ত হলেন মির্জা ফখরুল। যদিও এরই মধ্যে খালেদা জিয়াসহ দলের অনেক নেতাই করোনায় আক্রান্ত হন।

Link copied!