• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সংলাপে বিএনপি অংশ নেবে, আশা কাদেরের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৩:৫৭ পিএম
সংলাপে বিএনপি অংশ নেবে, আশা কাদেরের
ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে চলমান সংলাপে বিএনপি অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগ ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সংলাপে না এলেও ভোটকে ‘প্রশ্নবিদ্ধ করতে’ বিএনপি ‘নির্বাচনে আসবে’ বলে তার ধারণা। এর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে। তবে দশম সংসদ নির্বাচনে অংশ নেয়। একই সঙ্গে দলটি অংশ নিয়েছিল ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপেও।”

আগামী নির্বাচনেও বিএনপি ‘আসবে’—এমন ধারণা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, “তাদের নির্বাচনে আশার উদ্দেশ্য হচ্ছে—নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। কারণ তারা জানে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন অর্জনে জনগণের ভোটে বিএনপি জয়লাভ করতে পারবে না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য, এটা হলো তাদের এজেন্ডা।”

এদিকে নির্বাচন কমিশন গঠনে আইন করা নিয়ে কাদের বলেন, “এবারই আইনটা হতো, মহামারির কারণে সংসদ অধিবেশন না হওয়ায় সেটি সম্ভব হয়নি। তবে এবার না হলেও আগামীবার হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, শিক্ষা ও মানব সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আব্দুল আওয়াল শামীম প্রমুখ।

Link copied!