বিজয় দিবসের অনুষ্ঠানে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত দেওয়ানগঞ্জের সাময়িক বরখাস্ত পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে তাকে উত্তরার হোটেল ডি মেরিডিয়ান থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত পৌর মেয়রকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত কিছুক্ষণের মধ্যে জানানো হবে বলে জানিয়েছে র্যাব। এর আগে সকাল থেকে তাকে আটকের জন্য হোটেলটি ঘিরে রাখে।
থাপ্পড় মারার ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ দেওয়ানগঞ্জ থানায় যে মামলা করেছিলেন, সেই মামলাতেই শাহানশাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জামালপুরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
এর আগে চড় মারার ঘটনায় দলীয় পদ হারান মেয়র। অসাংগঠনিক কার্যকলাপে লিপ্ত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার (১৯ ডিসেম্বর) রাতে তাকে দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। শাহানশাহ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পান ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ।
উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্যে মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিল। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে মেয়র প্রকাশ্যে ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে প্রকাশ্যে থাপ্পড় মারেন।