• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

শাবির সাবেক দুই ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৩:৪৬ পিএম
শাবির সাবেক দুই ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাবেক দুই শিক্ষার্থীকে রাজধানীর উত্তরা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। একই বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক শিক্ষার্থী শাহ রাজী সিদ্দিকী এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

যে দুজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছেন তারা হলেন শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ছাত্র হাবিবুর রহমান (স্বপন)। একটি মার্কিন প্রতিষ্ঠানে তিনি কাজ করেন। আরেকজন হলেন স্থাপত্য বিভাগের সাবেক ছাত্র রেজা নূর মুঈন। তিনি একটি খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠানে স্থপতি হিসেবে কাজ করছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে শাহ রাজী সিদ্দিকী জানান, হাবিবুর রহমান উত্তরা ৭ নম্বর সেক্টরে তাদের বাসায় থাকেন। সোমবার (২৪ জানুয়ারি) বেলা তিনটার দিকে পুলিশ পরিচয়ে তিনজন হাবিবকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। হাবিবকে বহনকারী মাইক্রোবাসটি উত্তরা ১৩ নম্বর সেক্টরে পৌঁছায়। সেখান থেকে রেজা নূরকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাইবার পুলিশের সদস্য বলে দাবি করেন বলে জানান শাহ রাজী সিদ্দিকী।

শাহ রাজী সিদ্দিকী আরও জানান, ওই দুই প্রকৌশলীর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না জানতে চান তিনি। এর জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন তারা সাইবার পুলিশের সদস্য। কাউকে আটক বা গ্রেপ্তারে কোনো পরোয়ানা লাগে না তাদের। তারা যাওয়ার সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার কার্ড দিয়ে যান। তবে ওই নম্বরে কথা হলে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি ওই কর্মকর্তা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহ রাজী সিদ্দিকীকে জানান, শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিকাশে কিছু টাকা পাঠিয়েছিলেন এই দুজন। সে জন্যই তাদের নিয়ে যাওয়া হচ্ছে।

Link copied!