• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‘লও ঠেলা’ গ্যাংয়ের প্রধান বাবুসহ ৯ জন আটক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৯:১০ এএম
‘লও ঠেলা’ গ্যাংয়ের প্রধান বাবুসহ ৯ জন আটক

রাজধানীর মোহাম্মদপুর এলাকার  ‘লও ঠেলা’ গ্যাংয়ের প্রধান বাবু ওরফে দশের বাবুসহ ৯ সদস্যকে আটক করেছে র‍্যাব।

বুধবার (১৯ জানুয়ারি) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্যাংয়ের অন্যরা হলেন ফোরকান, পলাশ, সুমন, সাগর, রাজন, নাজিম, শাকিল ও মিলন। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাপাতি, স্টিলের পাইপসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-২-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, গত ৩১ ডিসেম্বর রাতে মোহাম্মদপুরে নবীনগর হাউজিং এলাকায় দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করে সন্ত্রাসীরা। একই গ্রুপ ওই এলাকায় বেশ কয়েকটি ছিনতাইও করে। ১৬ জানুয়ারি এলাকায় ফের ছিনতাই ও দোকানে লুটপাট হয়। এসব ঘটনায় অভিযোগ করে এলাকাবাসী। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় ‘লও ঠেলা’ গ্যাংয়ের সদস্যদের। ৯ জনকে আটক করা হয়েছে এবং পলাতকদের আটকে অভিযান চলছে।

র‍্যাব আরও জানায়, গ্যাংয়ের প্রধান হচ্ছে বাবু ওরফে দশের বাবু। তিনি ২০০০ সালে মায়ের সঙ্গে নড়াইল থেকে ঢাকায় আসেন। গাড়ির হেলপার, হোটেলে পরিচ্ছন্নতা কাজ করেছেন। একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়লে টাকার জন্য চুরি-ছিনতাই শুরু করেন। এরপর বাবু কিশোর বয়সী অনেককে দলে নেন। তাদের নিয়ে মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি করে।

লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, গ্যাংয়ের সদস্যদের অনেকেই রিকশাচালক ও দোকান কর্মচারী। প্রতিদিন সন্ধ্যায় তারা এলাকায় অপরাধমূলক কাজ করেন।

Link copied!