• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রোমানিয়ায় নিরাপদে আছেন বাংলার সমৃদ্ধির নাবিকরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০২:৪২ পিএম
রোমানিয়ায় নিরাপদে আছেন বাংলার সমৃদ্ধির নাবিকরা

রুশ অভিযানের মাঝে ইউক্রেনে আটকে পড়া বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিককে নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। বিবিসি জানায়, জাহাজ থেকে স্থানীয় বাংলাদেশিদের সহায়তায় তাদের বাইরে নিয়ে যাওয়া হয়।

এরপর ইউক্রেনের প্রতিবেশী দেশ মলদোভা হয়ে রোমানিয়ায় প্রবেশ করেন তারা। এছাড়াও রকেট হামলায় বিধ্বস্ত জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীর বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। নাবিকদের দেশে ফেরানো ব্যবস্থা করা হচ্ছে বলেও জানা গেছে।

বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দর নোঙর করে থাকার অবস্থায় রকেট হামলার শিকার হয় এমভি বাংলার সমৃদ্ধি। এতে জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। নিহত হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নে। তিনি মাদ্রাসাশিক্ষক আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।

২৬শে জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি। তুরস্কের ইরেগলি হয়ে ২২শে ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায় এটি। এর পরদিনই ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া।

 

Link copied!