• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ব্যবসায়ী মহসিনের আত্মহত্যার ভিডিও অপসারণের নির্দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০১:২৬ পিএম
ব্যবসায়ী মহসিনের আত্মহত্যার ভিডিও অপসারণের নির্দেশ
ফাইল ছবি

চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮) ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার করেন। এ ঘটনার ভাইরাল ভিডিওটি ছয় ঘণ্টার মধ্যে সব সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বিটিআরসির প্রতি এ আদেশ দেন।

এছাড়া এই ভিডিও যেকোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিটিআরসিরকে এ বিষয়ে আগামী বুধবারের (৯ ফেব্রুয়ারি) মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন উচ্চ আদালত।

এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বলেন, “আবু মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর হন। নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।”

একরাম আলী আরও বলেন, “আত্মহত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আবু মহসিন ক্যানসারে আক্রান্ত ছিলেন।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!