রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের নিহতের প্রতিবাদে রামপুরা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০ থেকে রামপুরা ব্রিজ এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি।
এদিকে সড়ক অবরোধের কারণে রামপুরা ডিআইটি রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কিছু কিছু গাড়ি রামপুরা বাজার ওয়াপদা রোড দিয়ে হাতিরঝিল হয়ে চলাচল করছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রামপুরা বাজার এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টায় ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে বাসচাপায় নিহত হন মাইনুদ্দিন ইসলাম দুর্জয়। ঘটনার পর সড়ক অবরোধ করে বেশ কয়েকটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানা গেছে।
নিহত মাইনুদ্দিন ইসলাম (১৯) এ বছর একরামুন্নেছা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার চাচাতো ভাই মো. বাদশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে রামপুরা ডিআইটি রোডের সোনালী ব্যাংকের সামনে অনাবিল বাসের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়। বাসটি উত্তরার আবদুল্লাহপুর থেকে সায়েদাবাদ যাচ্ছিল। পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি বাস ভাঙচুর করে এবং অন্তত ৮টি বাসে অগ্নিসংযোগ করে।