দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) হয়েছে বৃষ্টি হয়েছে। বাদ যায়নি রাজধানীও। সন্ধ্যার পর মিরপুর, উত্তরা, বাড্ডাসহ কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টি কারণে রাজধানীর সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি বাড়ে ঘরমুখীদের। সপ্তাহের শেষ দিন হওয়ায় সড়কে গাড়ির চাপ রয়েছে বেশি।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির এই প্রবণতা থাকতে পারে। এতে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে সামান্য বৃষ্টি হয়েছে। এসময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল বলেন, “পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকায় বিশেষ করে উত্তরাংশে বৃষ্টিপাত হয়েছে। এখন পর্যন্ত আমরা বৃষ্টিপাত রেকর্ড করতে পারিনি। এটা জানা যাবে রাত নয়টার দিকে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।”