সকাল থেকে সূর্যের তাপ পেয়েছে নগরবাসী। টানা কয়েক দিন তীব্র শীতের পর এই উষ্ণ আবহাওয়া রাজধানীকে যেন গরমের আভাস দিচ্ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা হতে থাকে আকাশ। দুপুরে দেখা দিল দমকা হাওয়া। এরপর নামল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া। এরপর নামে বৃষ্টি।
গতকাল রাতেও ঢাকায় বৃষ্টি হয়েছিল। আজ দুপুর না গড়াতেই কালবৈশাখীর মতো আঁধার নিয়ে বাতাস বইছে। দিন-দুপুরে আঁধারে ছেয়ে গেছে রাজধানী। শোনা যায় মেঘের গর্জন।
আবহাওয়া অধিদপ্তর তথ্যমতে, দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার ও আগামীকাল শনিবার বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আকস্মিক এই বৃষ্টিতে রাজধানীর নগরবাসীর মধ্যে একধরনের চঞ্চলতা লক্ষ করা যায়। এই ঝোড়ো হওয়ায় বাজারের দৃশ্যও থাকে চোখে পড়ার মতো। হঠাৎ ঝড়ে আতঙ্কিত ফুটপাতে বসা ছোট দোকানিদের ছোটাছুটি লক্ষ করা যায়। হঠাৎ বৃষ্টিতে কিছুটা বিপাকে পড়েছেন নগরবাসী।