• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজধানীতে গাড়ির ধাক্কায় তরুণ নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৮:২৬ এএম
রাজধানীতে গাড়ির ধাক্কায় তরুণ নিহত

রাজধানীর পল্টন এলাকা থেকে গাড়ির ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। তাত্ক্ষনিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পল্টন থানার অলিম্পিক ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বর জানান, সড়কের মাঝে ওই তরুণকে রক্তাক্ত  অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই তরুণকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, "স্থানীয়রা দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি। কোন গাড়ি তরুণটিকে ধাক্কা দিয়েছে তাও জানা যায়। তবে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।"

মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও অ্যাশ কালারের গেঞ্জি ছিল বলেও জানান এসআই ফরহাদ মাতুব্বর।

 

Link copied!