• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন মারা গেছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৫:৪৩ পিএম
‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন মারা গেছেন

সেবা প্রকাশনীর কর্ণধার ও মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন মারা গেছেন।

বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

লেখকের পুত্রবধূ মাসুমা মাইমুর ফেসবুকের এক স্ট্যাটাসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩১ অক্টোবর প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে আনোয়ার হোসেনের। মাঝে পাঁচবার হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসার সুযোগ খুব একটা পাওয়া যায়নি। একটা স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়ে সব শেষ হয়ে গেল। তিনি (কাজী আনোয়ার হোসেন) ১০ জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে ছিলেন।

এদিকে কাজী আনোয়ার হোসেনের বোন বিশিষ্ট রবীন্দ্রসংগীত গবেষক সন্‌জীদা খাতুন জানান, তিনি (কাজী আনোয়ার হোসেন) কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তাকে বারডেমে ভর্তি করা হয়েছিল এবং গতকাল (মঙ্গলবার) আইসিওতে নেওয়া হয়। সেখানে আজ (বুধবার) বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি মারা গেছেন। রাতে তার মরদেহ বারডেমে রাখা হবে। আগামীকাল সকালে জানাজা ও দাফন করা হবে হবে।

কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাকনাম ‘নবাব’। তার বাবা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন এবং মা সাজেদা খাতুন। তারা ছিলেন চার ভাই এবং সাত বোন।

১৯৫২ সালে সেন্ট গ্রেগরি স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাস করেন। এরপর জগন্নাথ কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ পাস করেন। পড়াশোনা শেষ হওয়ার পর রেডিওতে তিনি নিয়মিত গান গাইতে শুরু করেন। নিয়মমাফিক কোনো প্রশিক্ষণ না নিলেও বাড়িতে গানের চর্চা সব সময় ছিল। তার তিন বোন সন্‌জীদা খাতুন, ফাহমিদা খাতুন ও মাহমুদা খাতুন এখনো রবীন্দ্রসংগীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি ১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ঢাকা বেতারের সংগীতশিল্পী ছিলেন।

Link copied!