• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মানুষের শত্রুতায় মরল আড়াইশ হাঁস


সাভার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৯:২২ এএম
মানুষের শত্রুতায় মরল আড়াইশ হাঁস

শত্রুর দেওয়া বিষে মরল খামারি আড়াই শ শখের হাঁস। এ সময় খামারের ম্যানেজারকেও মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ওই খামার কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার দরগার পাড় এলাকায় রাশেদ ভূঁইয়ার মালিকানাধীন খামারে এ ঘটনা ঘটে।

খামারের মালিক রাশেদ ভূঁইয়া জানান, দুপুরে জাহাঙ্গীর, রশিদ, ফারুকসহ কয়েকজন তার খামারে হামলা করে। এ সময় তার ম্যানেজারকে মারধর করে। এ সময় ম্যানেজার জীবন রক্ষায় পালিয়ে যান। পরে খামারে ফিরে এসে দেশি-বিদেশি জাতের আড়াই শ হাঁস মৃত দেখতে পান।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান জানান, রাশেদ ভূঁইয়া নামের এক ব্যক্তি সাধারণ ডায়েরি করেছিলন। তবে হাঁস হত্যার ঘটনা সম্পর্কে তার জানা নেই বলে জানান তিনি।

এ ঘটনায় সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, ভুক্তভোগীর থানায় লিখিত অভিযোগ করেছেন। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!